গাজীপুরের করমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নার্গিস আক্তার (২০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে টঙ্গী-কালীগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নার্গিস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার হাসিম উদ্দিনের মেয়ে। তিনি গাজীপুরের পূবাইল সড়কের কামারগাঁও এলাকায় এপিএস নিট কম্পোজিট লিমিটেডে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানা ছুটির পর বাসায় ফেরার সময় অটোরিকশায় ধাক্কায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ওই নারীর মরদেহ শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে রয়েছে।

'অটোরিকশাটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে,' বলেন তিনি।