রাজধানীর জুরাইন এলাকায় দুর্বৃত্তের গুলিতে পাপ্পু শেখ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।

আজ সোমবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশরাফ মাস্টার স্কুলের পাশে পাপ্পু গুলিবিদ্ধ হন।

স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নিহত যুবকের বাবা মো. মন্টু শেখ জানান, তাদের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার বাসাবাড়ি গ্রামে। 'পাপ্পু তার স্ত্রী ও এক ছেলেকে নিয়ে পূর্ব জুরাইন মিষ্টির দোকান এলাকায় বসবাস করতেন,' বলেন তিনি।

মন্টু আরও বলেন, 'পাপ্পুকে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নেওয়া হয়েছিল। আমরা সেখানে গিয়ে আমরা দেখি, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পরবর্তীতে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।'

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

কদমতলী থানা পুলিশ জানিয়েছে, তারা তদন্ত শুরু করেছে।