ভারত সফরে যা যা করবেন পুতিন
দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্বের ২৫তম বার্ষিকী উদযাপন করতেই মূলত পুতিনের এ সফর।ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রায় ৩০ ঘণ্টা ভারতে অবস্থান করবেন পুতিন। এ সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা, ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া, ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনাসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যাবেন পুতিন।প্রথম দিনআজ বৃহস্পতিবার...
দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্বের ২৫তম বার্ষিকী উদযাপন করতেই মূলত পুতিনের এ সফর।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রায় ৩০ ঘণ্টা ভারতে অবস্থান করবেন পুতিন। এ সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা, ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া, ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনাসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যাবেন পুতিন।
প্রথম দিন
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ উড়োজাহাজে দিল্লি পৌঁছাবেন পুতিন। এরপর ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গে একান্ত নৈশভোজে যোগ দেবেন।
দ্বিতীয় দিন
সফরের দ্বিতীয় দিন শুক্রবার প্রায় পুরোটা সময় ব্যস্ততার মধ্য দিয়ে পার করবেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
পুতিনের এই সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্য, মহাকাশ ও কৌশলগত সহযোগিতা সংক্রান্ত বিষয় চুক্তি হতে পারে বলে জানা গেছে।