জুলাই গণঅভ্যুথ্থানে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় সজীব ওয়াজেদ জয়সহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।

সেইসঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তরি পরোয়ানাও জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনাল অভিযোগ দাখিল করে।

বাকি তিনজন হলেন—সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্‌মেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ট্রাইব্যুনাল কারাগারে থাকা এই তিনজনকে আগামী ১০ ডিসেম্বর আদালতে হাজির করারও নির্দেশ দিয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, জয় ও পলক একই মামলায় এবং আনিসুল হক ও সালমান এফ রহমান অন্য মামলায় অভিযুক্ত হয়েছেন।