‘বৃহত্তর স্বার্থে’ নির্বাচনের দিন গণভোট মেনে নিল ৮ দল
জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে গত ১৮ সেপ্টেম্বর থেকে যুগপৎ আন্দোলন চালিয়ে আসা জামায়াত ও ইসলামী আন্দোলনসহ ৮ দলের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহত্তর স্বার্থে নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সরকারি সিদ্ধান্ত তারা মেনে নিয়েছেন।আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের।এ সময় গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে প্রচার চালানোর জন্য ৩১ ডিসেম্বর...
জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে গত ১৮ সেপ্টেম্বর থেকে যুগপৎ আন্দোলন চালিয়ে আসা জামায়াত ও ইসলামী আন্দোলনসহ ৮ দলের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহত্তর স্বার্থে নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সরকারি সিদ্ধান্ত তারা মেনে নিয়েছেন।
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের।
এ সময় গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে প্রচার চালানোর জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত গণসংযোগ, র্যালি ও লিফলেট বিতরণের কর্মসূচিও ঘোষণা করেন তিনি।
আহমদ আবদুল কাদের বলেন, 'আমরা মনে করি আন্দোলন শেষ হয়ে যায়নি। আমাদের ৫ দফার সব দাবি এখনো বাস্তবায়ন হয়নি। যদিও সত্য কথা যে, ৫ দফার অনেকগুলো দফার আংশিক বাস্তবায়ন হয়েছে, হওয়ার প্রক্রিয়ায় আছে।'
তিনি বলেন, 'শুধু একটি বিষয় আমরা চেয়েছিলাম—গণভোটটা (নির্বাচনের) আগে হোক। কিন্তু সরকার ঘোষণা করেছে যে এটা নির্বাচনের দিনেই হবে। আমরা বৃহত্তর স্বার্থে এটা মেনে নিয়েছি।'
সংবাদ সম্মেলনে সম্প্রতি শেষ হওয়া ৭ বিভাগীয় শহরে ৮ দলের সমাবেশ কর্মসূচির 'সাফল্য' নিয়েও কথা বলেন খেলাফত মজলিসের এই নেতা।
তার ভাষ্য, এই কর্মসূচির ভেতর দিয়ে দলগুলোর কর্মীদের মধ্যে সংহতিও বেড়েছে।
নির্বাচনের তফসিল ঘোষণার পর ৮ দলের শীর্ষ নেতারা পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন বলেও জানান তিনি।
ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ৮ দলের আসন সমঝোতার প্রসঙ্গে বলেন, 'এক আসনে ৮ দলের মনোনীত একজন প্রার্থী থাকবে, যেটা সমঝোতার ভিত্তিতে নির্ধারিত হবে। অন্য কোনো দল সেখানে প্রার্থী দেবে না।'
আগামীকাল মঙ্গলবার থেকেই প্রার্থী বাছাইয়ের এই 'হোমওয়ার্ক' শুরু হবে বলে জানান আযাদ।