চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ মারা গেছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমিক) হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান। 

চবি ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও হাটহাজারী উপজেলার বাসিন্দা আরিফ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে গত তিন দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন।

গত ৬ ডিসেম্বর রাত দেড়টার দিকে চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের চারিয়া বাজার এলাকায় কাঠবোঝাই একটি চাঁদের গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে আরিফ ও হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইমরান হোসেন চৌধুরী (৪২) গুরুতর আহত হন। ইমরান ওই রাতে একটি বেসরকারি হাসপাতালে মারা যান।