প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিলেই কি নিরাপত্তা নিশ্চিত হবে, প্রশ্ন ইসি সচিবের
সংসদ নির্বাচনের প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়ে সিদ্ধান্তের জন্য নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি প্রয়োজন হতে পারে এবং এ বিষয়ে প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হবে বলে জানিয়েছে ইসি।আজ বুধবার বিকেলে নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ কথা জানান।সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেওয়া হবে। যারা অস্ত্র জমা দিয়েছেন তাদের অস্ত্রও ফেরত দেওয়া হবে।এ বিষয়ে জানতে চাইলে ইসি...
সংসদ নির্বাচনের প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়ে সিদ্ধান্তের জন্য নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি প্রয়োজন হতে পারে এবং এ বিষয়ে প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হবে বলে জানিয়েছে ইসি।
আজ বুধবার বিকেলে নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ কথা জানান।
সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেওয়া হবে। যারা অস্ত্র জমা দিয়েছেন তাদের অস্ত্রও ফেরত দেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, 'স্বরাষ্ট্র উপদেষ্টা এটা বলেছেন। এটা আমাদের থেকে অনুমতি নিয়ে করতে হবে। নিরাপত্তার সব ক্ষেত্রে এটা কি খুব একটা গ্রহণযোগ্য কথা? তারা ভালো মনে করেছেন, আমরাও সবাই একমত যে নিরাপত্তার বিষয়টা প্রাধান্য পাক।'
আখতার আহমেদ আরও বলেন, 'দ্বিতীয় জিনিসটা হলো, এই অনুমতির সঙ্গে আচরণবিধির আপাতত কোনো বিরোধ দেখছি না। যদি মনে করা হয়, আচরণবিধির কোনো জায়গার সামান্য সংশোধন বা সংযোজন বা বিয়োজন বা অ্যাডজাস্টমেন্ট লাগবে, এটা করব আমরা।'
ভোটের আগে বৈধ অস্ত্র জমা নেওয়ার বিধির কথা বললে ইসি সচিব বলেন, 'এটা সময়ের ব্যাপার। কী করা হবে, হবে না, এগুলো সময়ের সাথে সাথে আসবে। বৈধ অস্ত্র জমা নেওয়ার বিষয়টা যখন প্রাসঙ্গিক হবে, তখন যদি মনে করা হয় যে এই জাতীয় নিরাপত্তার বিষয়টা বিবেচনায় নেওয়া হবে, তখন ব্যবস্থা নেওয়া হবে।'
বৈধ অস্ত্রের অনুমোদন দিলে কি নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, 'এটা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা করলে ভালো হয়। কারণ এই এখতিয়ার আমার না। তিনি নিশ্চয়ই কোনো একটা প্রেক্ষাপটে বলেছেন। আমার সঙ্গে যেহেতু কথা হয়নি, তাই আমি এর ব্যাখ্যা দিতে গেলে অপব্যাখ্যা হওয়ার সম্ভাবনা আছে।'
এছাড়া, সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ইইউ প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে বলে জানান ইসি সচিব।
এই প্রতিনিধি দলের প্রধান ইইউ পার্লামেন্ট সদস্য আইভার্স ইজাপস। এর জন্য ইসি, ইইউ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব।
ইসি সচিব বলেন, 'অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট বিটুইন ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স এবং ইলেকশন কমিশনের মধ্যে একটা চুক্তি হয়েছে এবং এর আলোকে ইইউ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটা ডেলিগেশন পাঠাবে।'
আখতার আহমেদ জানান, আনুমানিক ধারণা দেওয়া হয়েছে যে, বিভিন্ন সময়ে ১৭৫ থেকে ২০০ জনের মতো পর্যবেক্ষক আসবেন।