শরীফ ওসমান হাদি হত্যা এবং পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে মব হামলা ও সহিংস ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আজ রোববার এক বিবৃতিতে সংস্থাটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি এই আহ্বান জানায়।

বিবৃতিতে অ্যামনেস্টি উল্লেখ করে, হাদি হত্যার পর প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও ছায়ানটের কার্যালয়ে অগ্নিসংযোগ এবং নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হয়রানির ঘটনা ঘটেছে। সংস্থাটি এসব 'মব ভায়োলেন্স' বা দলবদ্ধ সহিংসতার তীব্র নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, 'ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় আমরা শঙ্কিত।'

সহিংসতা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে চিহ্নিত করে স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। তবে সংস্থাটি বিচারের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান এড়িয়ে চলার অনুরোধ করেছে। অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে মানবাধিকার সংগঠনটি।