কায়াকিং করতে গিয়ে কাপ্তাই হ্রদে ডুবে পর্যটকের মৃত্যু
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে কায়াকিং করতে গিয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ পরিদর্শক মো. মুর্শিদুল ইসলাম।নিহত মো. ইফরাত (২৬) পুরান ঢাকার নাজিরাবাজার এলাকার মো. ওয়াসিমের ছেলে। সদর উপজেলার বালুখালী ইউনিয়নে অবস্থিত স্বপ্নদ্বীপ রিসোর্টে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসেছিলেন ইফরাত।মুর্শিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকালে খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মো. ইফরাত নামে এক পর্যটকের মর...
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে কায়াকিং করতে গিয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ পরিদর্শক মো. মুর্শিদুল ইসলাম।
নিহত মো. ইফরাত (২৬) পুরান ঢাকার নাজিরাবাজার এলাকার মো. ওয়াসিমের ছেলে।
সদর উপজেলার বালুখালী ইউনিয়নে অবস্থিত স্বপ্নদ্বীপ রিসোর্টে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসেছিলেন ইফরাত।
মুর্শিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকালে খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মো. ইফরাত নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করে।'
তিনি আরও জানান, 'ইফরাত তার ৬ বন্ধুর সঙ্গে কাপ্তাই হ্রদে কায়াকিং করছিলেন। কায়াক উল্টে গেলে তিনি পানিতে ডুবে যান। তার গায়ে কোনো লাইফ জ্যাকেট ছিল না। মরদেহটি কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।'
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। অপমৃত্যুর মামলা নথিবদ্ধ করে আমরা মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছি।'
এ বিষয়ে আরও জানতে স্বপ্নদ্বীপ রিসোর্টের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নম্বরে যোগাযোগের একাধিক চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।