গণচাঁদা ও নিজস্ব উদ্যোগে পুনর্নির্মাণ হবে হবে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়
গণচাঁদা ও নিজস্ব উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয় পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।আজ এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এই ঘোষণা দেন। তারা জানান, কার্যালয় পুনর্নির্মাণে সরকার বা কোনো করপোরেট প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা নেবে না উদীচী।বিবৃতিতে বলা হয়, উদীচীর দীর্ঘদিনের আত্মনির্ভরশীলতার ঐতিহ্য এবং সাম্প্রদায়িকতা ও উগ্রবাদবিরোধী লড়াইয়ে জনগণের সম্মিলিত শক্তির ওপর আস্থাই এই সিদ্ধান্তের ভিত্তি।নেতৃবৃন্দ বলেন, এই হামলা দেশে...
গণচাঁদা ও নিজস্ব উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয় পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
আজ এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এই ঘোষণা দেন। তারা জানান, কার্যালয় পুনর্নির্মাণে সরকার বা কোনো করপোরেট প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা নেবে না উদীচী।
বিবৃতিতে বলা হয়, উদীচীর দীর্ঘদিনের আত্মনির্ভরশীলতার ঐতিহ্য এবং সাম্প্রদায়িকতা ও উগ্রবাদবিরোধী লড়াইয়ে জনগণের সম্মিলিত শক্তির ওপর আস্থাই এই সিদ্ধান্তের ভিত্তি।
নেতৃবৃন্দ বলেন, এই হামলা দেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের ওপর আঘাত। তবে ভয়ভীতি ও সহিংসতা উপেক্ষা করে উদীচী তার কার্যক্রম চালিয়ে যাবে। সাংস্কৃতিক কর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের সহযোগিতায় তারা তাদের কার্যালয় পুনর্নির্মাণ করবেন।
বিবৃতিতে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষায় সর্বস্তরের মানুষকে উদীচীর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।