দীপু দাস হত্যার ঘটনায় জনস্বার্থ মামলা
ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় হাইকোর্ট বিভাগে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার পোদ্দার, তার সহযোগী আইনজীবী ফালিকুল ইশবা ও মোহাম্মদ সানজার যৌথভাবে এই মামলা করেন।এজাহারে এই ঘটনাটিকে 'আইনের শাসন ও রাষ্ট্রীয় জবাবদিহিতার ভয়াবহ ব্যর্থতা' অভিহিত করা হয়েছে। আইনজীবীরা জানিয়েছেন, তারা স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাবেন। এছাড়া, ক্ষতিপূরণ দাবি করা হবে।দীপু দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হলেও পুলিশ, বিচার...
ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় হাইকোর্ট বিভাগে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার পোদ্দার, তার সহযোগী আইনজীবী ফালিকুল ইশবা ও মোহাম্মদ সানজার যৌথভাবে এই মামলা করেন।
এজাহারে এই ঘটনাটিকে 'আইনের শাসন ও রাষ্ট্রীয় জবাবদিহিতার ভয়াবহ ব্যর্থতা' অভিহিত করা হয়েছে। আইনজীবীরা জানিয়েছেন, তারা স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাবেন। এছাড়া, ক্ষতিপূরণ দাবি করা হবে।
দীপু দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হলেও পুলিশ, বিচার বিভাগ বা ধর্মীয় কর্তৃপক্ষ অভিযোগের সত্যতা যাচাই করেনি। তাকে কখনো গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ বা অভিযুক্ত করা হয়নি। বরং প্রকাশ্য দিবালোকে তার ওপর হামলা চালানো হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়, উল্লেখ করা হয়েছে এজাহারে।
এতে অভিযোগ আনা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং সময়মতো হস্তক্ষেপ করেনি। এটি 'আইনের মাধ্যমে নয়, গুজবে পরিচালিত একটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড'।
দৃশ্যমান উত্তেজনা এবং সহিংসতার স্পষ্ট হুমকি থাকা সত্ত্বেও ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করার বা দীপু দাসকে রক্ষায় কোনো পদক্ষেপ নেয়নি।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিপ্লব কুমার পোদ্দার বলেন, 'এটি কেবল হত্যাকাণ্ড রোধে ব্যর্থতা নয়, এটি একটি সিস্টেমিক ভাঙন, যা মব ভায়োলেন্সকে নরমালাইজ করা এবং আইনের শাসনকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করে। ন্যায়বিচারের জন্য এবং দেশের নৈতিক ও সাংবিধানিক ভবিষ্যতের জন্য একটি বিশ্বাসযোগ্য, স্বাধীন কমিশন অপরিহার্য।'
তিনি জানান, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য, একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে অন্তর্ভুক্ত করে একটি হাই-প্রোফাইল স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের অনুরোধ করা হবে।