আগামীকাল থেকে কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আগামীকাল বৃহস্পতিবার থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন।আজ প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল থেকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের লাগাতার কর্মবিরতি কর্মসূচি শুরু হবে। অর্থমন্ত্রণালয়ের কমিটমেন্ট অনুযায়ী, আপাতত ১১তম গ্রেডসহ তিন দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে।তিন দফা দাবিতে গত ৮ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি ও ঢাকার শাহবাগে কলম সম...
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আগামীকাল বৃহস্পতিবার থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন।
আজ প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল থেকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের লাগাতার কর্মবিরতি কর্মসূচি শুরু হবে। অর্থমন্ত্রণালয়ের কমিটমেন্ট অনুযায়ী, আপাতত ১১তম গ্রেডসহ তিন দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে।
তিন দফা দাবিতে গত ৮ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি ও ঢাকার শাহবাগে কলম সমর্পণ কর্মসূচি পালন করেন প্রাথমিকের শিক্ষকরা। তবে কর্মসূচিতে পুলিশের হামলায় শতাধিক শিক্ষক আহত হন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে তারা বলেন, প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ নেতাদের সঙ্গে ৯ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ১০ নভেম্বর অর্থমন্ত্রণালয়ে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী, ১০ নভেম্বর অর্থমন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৩ দফা দাবির মধ্যে ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি ও অন্যান্য দাবি বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পূর্ব ঘোষিত ৩০ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতি কর্মসূচি পরিবর্তন করে আগামীকাল ২৭ নভেম্বর থেকে পুনর্নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'সহকারী শিক্ষকদের শাহবাগে কলম সমর্পণ কর্মসূচিতে আহতদের মধ্যে চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার মিরপুর আলোক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ নভেম্বর মারা যান।'
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের তিন দফা দাবি হলো, সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।