রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জিললুর রহমান।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এই পদায়নের কথা জানানো হয়।

জিললুর রহমান ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরএমপির বর্তমান কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে পুলিশ অধিদপ্তরে বদলির আদেশ দেওয়া হয়।