বাড্ডায় বাসে আগুন
রাজধানীর উত্তর বাড্ডায় এক যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম।তিনি বলেন, অছিম পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গতকাল শুক্রবার রাতে বাড্ডা লিংক রোড এলাকায় দেওয়ান পরিবহনের চলন্ত একটি বাসে আগুন দেওয়া হয়। এতে কেউ হতাহত হননি।
রাজধানীর উত্তর বাড্ডায় এক যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম।
তিনি বলেন, অছিম পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গতকাল শুক্রবার রাতে বাড্ডা লিংক রোড এলাকায় দেওয়ান পরিবহনের চলন্ত একটি বাসে আগুন দেওয়া হয়। এতে কেউ হতাহত হননি।