রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) কার্যক্রম আজ বুধবার দুপুর ২টার পর বন্ধ থাকবে। 

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত নোটিশ দিয়েছে। 

এতে বলা হয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ আইভিএসি, ঢাকার কার্যক্রম দুপুর ২টায় বন্ধ হবে। 

নোটিশে আরও বলা হয়েছে, আজ যে আবেদনকারীদের আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের পরবর্তী একটি তারিখে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে।