ধানমন্ডিতে মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২ জন গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডিতে মিছিল করার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।তারা হলেন—নড়াইল জেলার মিলন খান (৩২) ও লক্ষ্মীপুর জেলার মো. শওকত (৩২)।আজ রোববার সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল কাইয়ুম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে।এসময় দুজনকে ব্যানারসহ আটক করা হয়। আটক শওকত একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ...
রাজধানীর ধানমন্ডিতে মিছিল করার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন—নড়াইল জেলার মিলন খান (৩২) ও লক্ষ্মীপুর জেলার মো. শওকত (৩২)।
আজ রোববার সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল কাইয়ুম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে।
এসময় দুজনকে ব্যানারসহ আটক করা হয়। আটক শওকত একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।