মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে প্রতিপক্ষের হামলায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক চোরাকারবারি বুনিয়া সোহেল গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্পের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত সোহেল বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানায়, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে সোহেলের ওপর হামলা হয়।

হাসপাতালে তিনি পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছেন।

সোহরাওয়ার্দী হাসপাতাল সূত্র জানায়, সোহেলকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, সোহেলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় অন্তত ৩৮টি মামলা আছে। হত্যা, বিস্ফোরণ ও মাদক চোরাকারবারির অভিযোগে এসব মামলা করা হয়েছে।

চলতি বছরের শুরুতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু ছয় মাস কারাগারে থাকার পর সোহেল জামিনে মুক্ত হন।

এ বছরের মাঝামাঝি জেনেভা ক্যাম্পে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় ক্যাম্পে অভিযান চালিয়ে তার ১৩ সহযোগীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।