ঝিনাইদহে প্রবাসী হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
ঝিনাইদহে প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।গতকাল রোববার রাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী।গ্রেপ্তার রবিউল ইসলাম পদ্মাকর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সদর থানায় হস্তান...
ঝিনাইদহে প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
গতকাল রোববার রাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী।
গ্রেপ্তার রবিউল ইসলাম পদ্মাকর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে শনিবার সকালে পদ্মাকর ইউনিয়নের কালা গ্রামে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন কম্বোডিয়া প্রবাসী ও বিএনপি কর্মী মাহাবুব হোসেন। এ ঘটনায় রোববার রাতে তার ভাই রুবেল হোসেন ১৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন। নিহত মাহাবুব কালা গ্রামের বিশ্বাসপাড়া এলাকার সাবদার বিশ্বাসের ছেলে।
রুবেল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, চার মাস আগে দেশে ফিরে স্থানীয় যুবদল নেতা জিয়ারুলের নেতৃত্বে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন মাহাবুব। এ কারণে স্থানীয় সালিশ ও রাজনৈতিক প্রভাবকে কেন্দ্র করে হুমায়ুন মোল্লার নেতৃত্বাধীন প্রতিপক্ষের সঙ্গে বিরোধ তৈরি হয়। এর জেরে শনিবার সকালে বাড়ি ফেরার পথে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামের অনুসারী হুমায়ুন মোল্লা ও তার গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাহাবুবকে হত্যা করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।