‘জোটভুক্ত হলেও দলীয় প্রতীকে ভোটের’ বিধান চ্যালেঞ্জ করে রিট
আগামী নির্বাচনে জোটভুক্ত দলগুলোকেও নিজস্ব প্রতীকে ভোট করতে বাধ্য করার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)।আজ বৃহস্পতিবার ববি হাজ্জাজের নেতৃত্বাধীন এনডিএমের মহাসচিব মোমিনুল ইসলাম এই রিট পিটিশন দায়ের করেন।রিট আবেদনে বলা হয়েছে, সংশোধিত এই বিধান রাজনৈতিক স্বাধীনতাকে সীমিত করবে এবং দীর্ঘদিনের প্রতিষ্ঠিত নির্বাচনী প্রথাকে ব্যাহত করবে। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।এনডিএমের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার...
আগামী নির্বাচনে জোটভুক্ত দলগুলোকেও নিজস্ব প্রতীকে ভোট করতে বাধ্য করার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)।
আজ বৃহস্পতিবার ববি হাজ্জাজের নেতৃত্বাধীন এনডিএমের মহাসচিব মোমিনুল ইসলাম এই রিট পিটিশন দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়েছে, সংশোধিত এই বিধান রাজনৈতিক স্বাধীনতাকে সীমিত করবে এবং দীর্ঘদিনের প্রতিষ্ঠিত নির্বাচনী প্রথাকে ব্যাহত করবে। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
এনডিএমের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার সাহেদুল আজম দ্য ডেইলি স্টার–কে বলেন, হাইকোর্ট আগামী সপ্তাহে রিটটির শুনানি নিতে পারে।
গত ৩ নভেম্বর সরকার অধ্যাদেশ জারি করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে। সংশোধিত আদেশে বলা হয়, একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে।
এর আগে জোটের সদস্যরা জোটভুক্ত যেকোনো দলের প্রতীক ব্যবহার করে নির্বাচন করতে পারতো। এই বিধান ছোট দলগুলোর জন্য যৌথ নির্বাচনী কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো।