বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি জানতে পেরে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ সোমবার নিজের ভ্যারিফায়েড এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, 'বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর জেনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন, যিনি দীর্ঘ বছর ধরে বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।'

তিনি আরও লেখেন, 'তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত প্রয়োজন অনুযায়ী এবং যেকোনো উপায়ে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।'

Deeply concerned to learn about the health of Begum Khaleda Zia, who has contributed to Bangladesh's public life for many years. Our sincere prayers and best wishes for her speedy recovery. India stands ready to extend all possible support, in whatever way we can.

— Narendra Modi (@narendramodi) December 1, 2025

বার্ধক্যজনিত নানা স্বাস্থ্য জটিলতার কারণে খালেদা জিয়া কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ গুরুতর। তার চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম আজ দুপুরে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে—যাদের অধিকাংশ চীনের নাগরিক।