কর্ণফুলীতে কেচকি জালে ২৩ কেজি কাতল মাছ
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে স্থানীয় এক জেলের কেচকি জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের কাতল মাছ। বিক্রি হয়েছে ২৩ হাজার টাকায়।স্থানীয় জেলে উজ্জ্বল মল্লিক গতকাল সোমবার সন্ধ্যায় মাছটি ধরেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লা ডিপো এলাকায় ছোট মাছ ধরার জন্য কেচকি জাল নিয়ে কর্ণফুলী নদীতে নামি। হঠাৎ জালে বড় একটা কাতল মাছ ধরা পড়ে।'তীরে এসে মেপে দেখেন মাছটির ওজন ২৩ কেজি। পরে প্রতি কেজি ১ হাজার টাকা দরে ২৩ হাজার টাকায় মাছটি বিক্রি করেন তিনি। জেলে উজ্জ্ব...
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে স্থানীয় এক জেলের কেচকি জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের কাতল মাছ। বিক্রি হয়েছে ২৩ হাজার টাকায়।
স্থানীয় জেলে উজ্জ্বল মল্লিক গতকাল সোমবার সন্ধ্যায় মাছটি ধরেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লা ডিপো এলাকায় ছোট মাছ ধরার জন্য কেচকি জাল নিয়ে কর্ণফুলী নদীতে নামি। হঠাৎ জালে বড় একটা কাতল মাছ ধরা পড়ে।'
তীরে এসে মেপে দেখেন মাছটির ওজন ২৩ কেজি। পরে প্রতি কেজি ১ হাজার টাকা দরে ২৩ হাজার টাকায় মাছটি বিক্রি করেন তিনি।
জেলে উজ্জ্বল মল্লিক আরও বলেন, 'এর আগেও আমার জালে ১২ আর ১৩ কেজি ওজনের মাছ ধরা পড়েছিল।'
কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ এ ব্যাপারে দ্য ডেইলি স্টারকে বলেন, 'কর্ণফুলী নদী বঙ্গোপসাগরে গিয়ে মিশলেও হালদার সঙ্গে এর সম্পর্ক রয়েছে। এ কারণে হালদা নদী থেকেও অনেক মাছ কর্ণফুলীতে আসে।
ধরা পড়া কাতল মাছটি কাপ্তাই লেকের নয় বলে নিশ্চিত করেন তিনি।