অভিনেতা তিনু করিম রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এই অভিনেতার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।

তিনু করিমের স্ত্রী হুমায়রা নওশীন দ্য ডেইলি স্টারকে বলেন, 'শারীরিক অবস্থার একেবারেই উন্নতি নেই। বলতে পারেন অবস্থার আরও অবনতি হয়েছে।'

স্বামীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে হুমায়রা নওশীন বলেন, 'সবার কাছে দোয়া চাই। আমার ছোট একটা মেয়ে আছে। মেয়েটা যেন তার বাবাকে ফিরে পায়।'

উন্নত চিকিৎসার জন্য তিনু করিমকে সরকারি হাসপাতালে স্থানান্তরের চেষ্টা চলছে জানিয়ে তার স্ত্রী বলেন, 'কোনো একটি সরকারি হাসপাতালে নিতে চাইছি, কিন্তু সিট পাচ্ছি না। সিট না পাওয়া পর্যন্ত এখানেই থাকবেন। অবশ্য সিট পেলে স্থানান্তর করব।'

চিকিৎসকদের চেষ্টার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, 'তিনুর রক্তচাপ কমে গেছে। চিকিৎসকদের চেষ্টার কোনো ত্রুটি নেই। এখন আল্লাহকে ডাকছি।'

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনু করিম। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নেওয়া হয় আইসিইউতে। একপর্যায়ে রক্তচাপ ও সুগার কমে গিয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর থেকেই লাইফ সাপোর্টে রয়েছেন এই অভিনেতা।

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত তিনু করিম। তিনি 'অপেক্ষা' নামের সিনেমায় অভিনয় করেছেন। এ ছাড়া 'রাত জাগা ফুল', 'আলতা বানু'সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।

সহকর্মীর অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, 'তিনুর জন্য সবার কাছে দোয়া চাই। সৃষ্টিকর্তা যেন তাকে সুস্থ করে দেন।'

এদিকে তিনু করিমের অসুস্থতার খবরে বিনোদন অঙ্গনের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তার আরোগ্য কামনা করছেন।