চট্টগ্রামের লোহাগাড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইশমাম উল হকের বড় ভাই মুহিবুল হককে ছুরিকাঘাতের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। আটক দুজন হলেন মিনহাজ উদ্দিন ও মোহাম্মদ বাহার।

ওসি আবদুল জলিল বলেন, 'মিনহাজই ছুরিকাঘাত করেছিলেন বলে জানা গেছে। আমরা গত রাতে তাদের আটক করেছি। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।' হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।

গতকাল সন্ধ্যা সাতটার দিকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মুহিবুল হক ওই এলাকার দরজিপাড়ার প্রয়াত নুরুল হকের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় মুহিবুল স্টেশনে একা ছিলেন। এ সময় মিনহাজ উদ্দিন অতর্কিতে তার ওপর ছুরি নিয়ে হামলা চালান। হামলার সময় মিনহাজের সঙ্গে আরেকজন ছিলেন। ঘটনার পরপরই তারা পালিয়ে যান। স্থানীয় লোকজন দাবি করেছেন, হামলাকারী মিনহাজ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী।

আহত মুহিবুলকে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

লোহাগাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়ক রিদওয়ান আর রায়হান সাংবাদিকদের জানান, মিনহাজ অতর্কিতভাবে মুহিবুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিমুল দত্ত বলেন, 'রাত পৌনে আটটার দিকে মুহিবুলকে হাসপাতালে আনা হয়। তার কোমরে ছুরিকাঘাত করা হয় এবং প্রচুর রক্তক্ষরণও হয়েছে। আমরা চিকিৎসা দিয়েছি। তবে তিনি শঙ্কামুক্ত কি না, তা ২৪ ঘণ্টা পার না হলে বলা সম্ভব নয়।'