রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যু্বক নিহত হয়েছেন। গতরাতে এ ঘটনা ঘটে। 

এসময় তার কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

নিহত আশিষ জোয়াদ্দার (৩৩) কাপড়ের ব্যবসা করতেন বলে জানা গেছে।

শনিবার দিবাগত রাত ২টার দিকে মাগুরা থেকে ঢাকার বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী পাইকারি বাজারের সামনে এ ঘটনা ঘটে।

আশিষকে হাসপাতালে নিয়ে আসা স্থানীয় দোকানদার মাহমুদুর রহমান তুহিন জানান, যাত্রাবাড়ী আড়তের সামনে ফ্লাইওভারের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তুহিন জানান, যাত্রাবাড়ীসহ আশপাশে ৭-৮টি ভ্যান গাড়িতে করে জামাকাপড় বিক্রি করা হয় এমন একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার ছিলেন আশিষ।

তিনি আরও জানান, গ্রাম থেকে শনিবার রাতে ঢাকায় ফিরছিলেন আশিষ। তার সঙ্গে কয়েকটি ব্যাগ ছিল। এগুলো দেখে ফ্লাইওভারের নিচে ৩-৪ জন ছিনতাইকারী তার পথরোধ করে। তবে কিছু দিতে না চাইলে ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে। এসময় চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা আইফোন ও টাকা নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, 'প্রাথমিকভাবে জানা গেছে, ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করেছে এবং পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন।'

তিনি জানান, ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পথচারীদের ধাওয়ায় বাসের সঙ্গে ধাক্কা লেগে এক ছিনতাইকারী আহত হয়েছে। তাকেও উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

তার অবস্থা গুরুতর ও নাম-পরিচয় কিছুই বলতে পারছেন না বলেও জানান তিনি।

এসআই আরও জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন এবং বিস্তারিত তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।