গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে পোশাকশ্রমিকদের ১০টি ঘর পুড়ে গেছে। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার জৈনাবাজার আবদার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে ঘরের আসবাব, নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত শ্রমিক মোফাজ্জল হোসেন জানান, ভোরে একটি তালাবদ্ধ ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একে একে ১০টি ঘর পুড়ে যায়।

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ সম্পর্কে মাওনা ফায়ার সার্ভিসের ইনচার্জ নূরুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাবে।