বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ২৫ ডিসেম্বর দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াত সহজ করতে বাংলাদেশ রেলওয়ে ১০টি রুটে বিশেষ ট্রেন চালাবে এবং কয়েকটি নিয়মিত ট্রেনের সঙ্গে অতিরিক্ত কোচ সংযুক্ত করবে।

এর মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব আয় করবে বলে আশা করছে।

এর জন্য ওই দিন তিনটি স্বল্প দূরত্বের ট্রেন—রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী–পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা–রাজশাহী) এবং রহনপুর কমিউটার (রহনপুর–রাজশাহী)—এর চলাচল বন্ধ থাকবে।

রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একদিনের জন্য এসব সেবা বন্ধ থাকায় যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

বিশেষ ট্রেনগুলো চলবে কক্সবাজার–ঢাকা–কক্সবাজার, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা–জামালপুর, টাঙ্গাইল–ঢাকা–টাঙ্গাইল, ভৈরব বাজার–নরসিংদী–ঢাকা–নরসিংদী–ভৈরব বাজার, জয়দেবপুর–ঢাকা ক্যান্টনমেন্ট–জয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়–ঢাকা–পঞ্চগড়, খুলনা–ঢাকা–খুলনা, চাটমোহর–ঢাকা ক্যান্টনমেন্ট–চাটমোহর, রাজশাহী–ঢাকা–রাজশাহী এবং যশোর–ঢাকা–যশোর রুটে।

বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচে ভ্রমণের শর্ত হিসেবে দলীয় নেতাকর্মীদের নির্বাচন আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।