টঙ্গীতে জোড় ইজতেমায় ২ জনের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে জোড় ইজতেমায় অংশ নিতে আসা দুইজনের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার ইজতেমা ময়দানে তাদের মৃত্যু হয়। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন ইজতেমার আয়োজক তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।মৃতরা হলেন—নোয়াখালী জেলার সদর থানার আন্ডার চরকাজীর তালুক গ্রামের সুলতার আহমাদের ছেলে মো. নুর আলম (৮০) ও জামালপুর জেলার সরিষাবাড়ির থানার বগাড়পাড় গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে চাঁন মিয়া (৬০)। হাবিবুল্লাহ রায়হান বলেন, বিশ্ব ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে টঙ্গী ইজতেমা ময়দানে আজ...
গাজীপুরের টঙ্গীতে জোড় ইজতেমায় অংশ নিতে আসা দুইজনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার ইজতেমা ময়দানে তাদের মৃত্যু হয়। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন ইজতেমার আয়োজক তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
মৃতরা হলেন—নোয়াখালী জেলার সদর থানার আন্ডার চরকাজীর তালুক গ্রামের সুলতার আহমাদের ছেলে মো. নুর আলম (৮০) ও জামালপুর জেলার সরিষাবাড়ির থানার বগাড়পাড় গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে চাঁন মিয়া (৬০)।
হাবিবুল্লাহ রায়হান বলেন, বিশ্ব ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে টঙ্গী ইজতেমা ময়দানে আজ থেকে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। আজ নুর আলম ঘুমন্ত অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। আর চাঁন মিয়া স্ট্রোক করে মারা গেছেন। জুমার পর ইজতেমা ময়দানেই তাদের জানাজা সম্পন্ন হয়েছে।