ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে মন্ত্রণালয়ে তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, নয়াদিল্লি, কলকাতা ও আগরতলায় সম্প্রতি বাংলাদেশ মিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এদিন প্রণয় ভার্মাকে তলব করেন।

এ সময় ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছে সূত্র।